Wellcome to National Portal
Main Comtent Skiped

Welcome to the web portal of Office of the District Food Controller, Bagerhat


At a Glance

এক নজরে

খাদ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, খাদ্য অধিদপ্তর, ঢাকা এর অধীন জেলা খাদ্য নিয়ন্ত্রেকর কার্যালয়, বাগেরহাট এ ৯টি উপজেলা এবং ১০ টি এলএসডি নিয়ে অত্র সংস্থাপনটির সকল কার্যক্রম পরিচালিত হয়। মাঠ পর্যায়ে অবস্থিত এলএসডিগুলোতে জেলা খাদ্য নিয়ন্ত্রকের নিয়ন্ত্রণাধীনে অভ্যন্তরীণ ধান, চাল এবং গম সংগ্রহ করা হয়। এছাড়া ওএমএস এবং ফেয়ার প্রাইস কার্যক্রমের মাধ্যমে সুলমূল্যে চাল ও আটা বিক্রয় কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।