কৃষকের ‘অ্যাপের’ মাধ্যমে বাগেরহাট জেলাধীন বাগেরহাট সদর, ফকিরহাট ও মোল্লাহাট উপজেলায় ধান ক্রয় করা হচ্ছে। তাই আজই নিবন্ধন করুন। খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থাপনা সিস্টেম হল একটি ওয়েব/অনলাইন ভিত্তিক সুরক্ষিত প্লাটফরম যেখানে কৃষক / চালকল মালিকগণ ঘরে বসেই ধান - চাল জমা দেওয়ার আবেদন করতে পারবেন। অধিকন্তু, আবেদনপত্র মঞ্জুরসহ সিএসডি/এলএসডি তে ধান - চাল জমা দেওয়া পর্যন্ত বিভিন্ন পর্যায়ে SMS মেসেজের মাধ্যমে করণীয় সম্পর্কে জানতে পারবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস